শশাঙ্ক মনোহর আইসিসির নতুন চেয়ারম্যান

Shashankaঢাকা, ১৩ মে, এবিএন ওয়ার্ল্ড : প্রত্যাশামতোই আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হলেন শশাঙ্ক মনোহর৷ সর্বসম্মতিক্রমেই তিনি আইসিসির হট সিটে বসলেন৷ দ্ইু বছরের জন্য আইসিসি-র চেয়ারম্যান নিযুক্ত হলেন মনোহর৷ দ্রুত তিনি নিজের দায়িত্ব বুঝে নেবেন৷ আইসিসির চেয়ারম্যান হয়ে আপ্লুত মনোহর বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হওয়া খুব সম্মানের ব্যাপার৷ খুব গর্বিত বোধ করছি৷ আইসিসি-র সব ডাইরেক্টরদের ধন্যবাদ ৷সকলেই  আমার ক্ষমতার উপর আস্থা রেখেছেন৷ বিসিসিআইয়ের সব সহকর্মীদেরও ধন্যবাদ ৷ সকলের সাহায্য নিয়েই আমি আইসিসি-র চেয়ারম্যান নিযুক্ত হলাম৷’
সম্প্রতি আইসিসি-র একজিকিউটিভ বোর্ড মিটিংয়ে ঠিক হয় আইসিসি চেয়ারম্যান হবেন একজন নিরপেক্ষ ব্যক্তি৷ অর্থাৎ তিনি কোনও বোর্ডের অধীনে থাকতে পারবেন না৷ সুতরাং আইসিসি-র চেয়ারম্যানের পদ ধরে রাখার জন্য বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ার ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন মনোহর৷ গত বছর সেপ্টেম্বরে বিসিসিআই প্রেসিডন্ট জাগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বোর্ড প্রধানের চেয়ারে বসেছিলেন তিনি৷ এর কিছু দিন পর নারায়ণস্বামী শ্রীনিবাসনের মেয়াদ শেষ হওয়ায় আইসিসি-র চেয়ারম্যান পদেও বসেন বিসিসিআই প্রেসিডেন্ট মনোহর৷ কিন্ত আইসিসি-র সংশোধনী নিয়মে চেয়ারম্যান পদ ধরে রাখতে বিসিসিআই প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়েছে মনোহরকে৷ বিসিসিআইয়ের পদ ছাড়ার পরে বিতর্ক হয়েছে ৷ যদিও সেই বিতর্ক এখন অতীত৷

এবিএন/শুক্র/খেলা/ডেস্ক/এমআর

Check Also

ফুটবলার রাজিয়ার জন্য আমরা কে কী করেছি

ফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা মাঠে ছিলেন অপ্রতিরোধ্য। সন্তান জন্মদানের পর আবার দ্রুত খেলায় ফিরতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।