যাত্রাবাড়ীতে জোড়া খুনে ২ আসামির মৃত্যুদণ্ড

ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্তী রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তারকে হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন সাঈদ ও রিয়াজ।

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
বিচারক রায়ের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

বিচারক রায় শেষে আসামি দু’জনকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ মার্চ বিকেলে ৫৬ নম্বর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টিতে ‘বাবার প্রাসাদ’ নামে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে রওশন আরা (৬৫) ও গৃহকর্মী কল্পনার (১২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সময় আসামিরা ভিকটিমের বাড়ি থেকে নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরের দিন রওশন আরার ভাই মোজ্জামেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় দ-বিধির ৩০২/৩৪/৩৮০ ধারায় মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৫ মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন গৃহকর্মীর ভাই সাঈদ হাওলাদার ও তার বন্ধু রিয়াজের নামে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঘটনার পর গ্রেফতার দুই আসামি সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন। অপরদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সবুর ও জাকির হোসেন।

সূত্র : বাসস

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।