ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরেজমিন পরিদর্শন করেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়েক সরকারের সাবেক উপদেষ্ঠা এডভোকেট সুলতানা কামালের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

তিনি ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের বিচার দাবি করেছেন।

গত শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

রোববার এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে হামলা চালানো । সেই দিনের সংবাদ।