ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা -ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ও মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউটিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। 23
পরীক্ষা কেন্দ্রে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফসহ পরিদর্শক টিমের সদস্যবৃন্দ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ভিসি বলেন,“ভর্তি পরীক্ষায় নকল ও জালিয়াতি রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাইবার ক্রাইম করে কেউ জালিয়াতি করতে পারবে না। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।”
এদিকে শৃংখলারক্ষা এবং নির্বিঘেœ পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত টিম ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট রঁ.ধপ.নফ ভিজিট জানতে পারবে।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।