রাজধানীর কড়াইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আজ রোববার বেলা ২টা ৫০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটেছে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিভিল ডিএডি মো. আবদুল হালিম বলেছেন, রাজধানীর বারিধারা, কুর্মিটোলা, মোহাম্মদপুর ও ফায়ার সার্ভিসের সদর দফতর ফুলবাড়িয়া থেকে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গুলশান গুদারাঘাট থেকে ১৩টি পাইপ লাইনের মাধ্যমে পানি এনে আগুন নেভানো হয়েছে।

তিনি আরো বলেন, এখন বস্তিতে ডাম্পিং ও সার্সিং চলছে। ঘটনাস্থলে কেউ আটকে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ‌্য জানাতে পারেননি ওই কর্মকর্তা। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে বেলা ২টা ৪৯ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরো ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

জানা গেছে, বউবাজার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১৪ মার্চ ঢাকার অন‌্যতম বৃহৎ এই বস্তিতে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়, অন্তত দুজন আহত হন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১পালিত 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে নানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।