বিজয় র‌্যালী ও স্মরণ সভার মধ্য দিয়ে নবাবগঞ্জে মুক্ত দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোট:প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
বিজয় র‌্যালী ও স্মরণ সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে উপজেলা সদরে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করা হয়।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদের সভাপতিত্বে এবং সাংবাদিক রুহুল আমিন প্রধানের সঞ্চালনায় আয়োজিত স্মারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭১ এর পাকিস্তানী খান সেনাদের হাতে অবরুদ্ধ নবাবগঞ্জকে মুক্ত করতে রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল আরেফিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. মৌসুমী আফরিদা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, অধ্যক্ষ মো. শাফিকুল ইসলাম, কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সদস্য এড. আব্দুস সালাম আমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হোসেন, কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা প্রমূখ।12
উল্লেখ্য, ৭১এর আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানী খানসেনা ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-সামস বাহিনীর ওপর মরণপণ আক্রমণ চালিয়ে তাদের নিয়ন্ত্রণ পতন ঘটিয়ে নবাবগঞ্জে শক্রমুক্ত করেন এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

 

নবাবগঞ্জে ৩৭ জন দুস্থ নারীর মাঝে ঋণের অর্থ বিতরণ

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার ৩৭জন দুস্থ নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ৫লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। 13
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দুস্থ নারীদের ঋণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা। ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ। এতে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সায়েম সবুজ, সাংবাদিক রুহুল আমিন প্রধান প্রমূখ।
শেষে উপজেলার বেকার, অসহায়, দুস্থ নারী যারা ইতোপূর্বে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন এমন ৩৭জন নারীকে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করতে ৫লাখ টাকার ঋণের অর্থ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। #

চিরিরবন্দরে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সমাবেশ

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে  মঙ্গলবার উপজেলা বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটির সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চিরিরবন্দর কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ -এর সহায়তায় প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রোগ্রামের আওতায় ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় বহুব্রীহি সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ।  উপজেলা এবং ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য-সদস্যাদের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান রেজা, এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন, সাংবাদিক মোরশেদ উল আলম, প্ল্যান বাংলাদেশের মো. আকরামুজ্জামান স্বাধীন, উম্মে কুলছুম বেবী, কামরুন নাহার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির এড. সানাউল সায়েম, রেহেনা আক্তার বানু, এসইউপিকের মো. আনোয়ার হোসেন, ভানুরানী রায়, বহুব্রীহির আকতার হোসেন, নিলুফা ইয়াসমিন মিষ্টি প্রমূখ।
সমাবেশে জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, আইনজীবী, নারীনেত্রী, গণমাধ্যমকর্মীরা অংশ নেন। #

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।