কপিলমুনি ঐতিহাসিক মুক্ত দিবস আজ !

ক্রাইমবার্তা  রিপোট:জি,এ, গফুর, পাইকগাছা ॥ আজ ৯ ডিসেম্বর ! কপিলমুনির ঐতিহাসিক মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্থানী হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ও মার্তৃভুমির টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার অকুতভয় দামাল ছেলেরা। যুদ্ধকালীন সময়ে ও তার পুর্বে কপিলমুনি সহ পার্শ্ববর্তী এলাকায় পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার, আল-বদর, আল-শামস্ এবং শান্তি কমিটির দালালরা লুটপাট থেকে শুরু করে ধর্ষণ ও নির্মম হত্যাযজ্ঞ চালায় নিরীহ মানুষের উপর। সেদিনকার লোমহর্ষক ও বর্বোরোচিত ঘটনার কথা আজও ভুলিনি এলাকার মানুষ। ভয়ংকর রাতের স্মৃতি আর হানাদার বাহিনীর তান্ডবলীলা এখনও প্রবীনদেরকে শিউরে তোলে। পাইকগাছা উপজেলার কপোতাক্ষের তীরবর্তী কপিলমুনির রায় সাহেবের বিশালাকৃতির বাড়ীটি রাজাকাররা সুরক্ষিত দুর্গ হিসাবে বেঁছে নিয়েছিল। মান্দাতা আমলের ঐতিহ্যবাহী এ বাড়িটিকে ঘিরে যুদ্ধের অনেক স্মৃতিচিহ্ণ আজও বহন করে চলেছে। কথিতমতে রাজাকাররা তাদের নিরাপত্তার স্বার্থে প্রাচীর বেষ্টিত দ্বিতল এ ভবনটি তাদের ব্যবহারের জন্য উপযুক্ত মনে করে গড়ে তুলেছিল রাজাকার ঘাঁটি।এরা এলাকার হিন্দু ও নিরীহ লোকদের ধরে এনে তাদের নির্যাতনের কথা আজও শিহরিত। ১৯৭১ সালে ১১ জুলাই লেঃ আরিফিনের নের্তৃত্বে সরদার ফারুক আহমেদ, আবুবক্কার, শাহজাহান, মাহতাব, লতিফ, আনোয়ার, মনোরঞ্জনসহ আরোও অনেকে কপিলমুনি রাজাকার ক্যাম্পে আক্রমন চালায়। রাত ৩টা থেকে পরদিন বেলা ৩টা পর্যন্ত চলে একটানা 19যুদ্ধ। ঐ সময় খাদ্য, পানীয় ও স্থানীয় লোকজনের সহযোগীতার অভাবে প্রথমবারের অভিযানে রাজাকার ঘাটির পতন ঘটানো সম্ভব হয়নি। এরপর সম্মিলিত মুক্তিযোদ্ধাদের ঐক্যমতে শুরু হয় নতুন পরিকল্পনা। আর এরই মধ্যে রাজাকারদের নিষ্ঠুর নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি পায়। কপিলমুনি বাজারের কৃষ্ণচুড়া বৃক্ষের নীচে জবাই করে নির্মমভাবে হত্যা করা হতো নিরীহদেরকে। এদিকে যুদ্ধের নতুন পরিকল্পনার অংশ হিসাবে ১৯৭১ সালের ৫ ডিসেম্বর মুক্তি বাহিনীর দক্ষিণ খুলনার সমস্ত ক্যাম্প কমান্ডারদের একত্রিত করে তাদের মতামত ও যুদ্ধের কলাকৌশল নির্ধারণ করে পুনরায় শুরু হয় যুদ্ধ। ঐ সময় চুড়ান্ত পরিকল্পনায় অংশ নেন প্রয়াত গাজী রহমত উলাহ দাদু (বীরপ্রতিক), যুদ্ধকালীন কমান্ডার স. ম. বাবর আলী, ইউনুচ আলী, শাহাদাৎ হোসেন বাচ্ছু, গাজী রুহুল আমীন, আঃ সালাম মোড়ল, আবুল কালাম আজাদসহ আরোও অনেকে। ৬ ডিসেম্বর রাতে আক্রমণ করা হয় কপিলমুনি রাজাকার ঘাটি। দফায় দফায় চলে আক্রমণ পাল্টা আক্রমণ। স্থানীয় প্রতাপকাটি কাঠের ব্রীজের উপর ৮জন রাজাকার, তার একটু পেছনে আরো ৫জন রাজাকার যুদ্ধে মারা যায়। একের পর এক মরতে থাকে পাক দোসর রাজাকারদলের সদস্যরা। ৭ ও ৮ ডিসেম্বর একটানা যুদ্ধের পর ৯ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ১৫৫ জন রাজাকার আতœসমর্পন করতে বাধ্য হয়। রাজাকারদের পতন ও কপিলমুনি হাইস্কুল মাঠে আতœসমর্পন এর সংবাদ ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে জড়ো হতে থাকে জনতা। উপস্থিত জনতার সমন্বয়ে একটি গন আদালত গঠন করে রাজাকারদের মৃত্যুদন্ড ঘোষনা করা হয়। দুপুর দুটোয় এ মৃত্যুদন্ড কার্যকর করে তাদের পতনের মধ্যদিয়ে মুক্ত করা হয় কপিলমুনি।

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইনের এ্যাডভোকেসী সভা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইনের উপর এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক। বক্তৃতা করেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ নিতিশ কুমার গোলদার, ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ শর্মিষ্ঠা সাহা, ¯প্রীং বাংলাদেশ সমন্বয়কারী জামাল উদ্দীন।

পাইকগাছার রংধনু মাধ্যমিক বিদ্যালয়ের
বার্ষিক পরীক্ষার খাতা যখন খালে-বিলে
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার খাতা শিক্ষকদের অবহেলা ও অব্যবস্থার কারণে হারিয়ে গেছে। পরে নদীতে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। পুনরায় পরীক্ষা নেয়ার প্রস্তুতি গ্রহণ। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, পাইকগাছা উপজেলার আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৮ নভেম্বর বাংলা প্রথমপত্র পরীক্ষার নবম শ্রেণীর ৪৫তম শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঐ দিন  পরীক্ষা শেষে কর্তৃপক্ষ শিক্ষার্থীর নিকট থেকে উত্তরপত্র সংগ্রহপূর্বক অফিস কক্ষে রেখে বাড়ী চলে যায়। এরপর রুটিন মাফিক অন্যান্য পরীক্ষা চলতে থাকে। হঠাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ ডিসেম্বর পরীক্ষা চলাকালীন সময়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পুনরায় বাংলা প্রথমপত্র পরীক্ষা হবে এ ঘোষণায় কমলমতি শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পুনরায় পরীক্ষার কারণ হিসেবে জানতে পারে বাংলা প্রথমপত্রের খাতা পাওয়া যাচ্ছে না। পরে বলেন, কে বা কারা খাতা চুরি করে নিয়ে গেছে। অনেক শিক্ষার্থী পুনরায় পরীক্ষা না দেয়ার কথা বললে এক পর্যায়ে আগামী ১৫ ডিসেম্বর পুনরায় পরীক্ষা অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করা হয়। এ ব্যাপারে বাংলা প্রথম পত্রের শিক্ষিকা বুলু রাণী মন্ডল জানায়, আমার নিকট খাতা বুঝিয়ে দেয়া হয়নি। প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডল জানান, কে বা কারা খাতা চুরি করে নদীতে ফেলে দিয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর পুনরায় নবম শ্রেণীর বাংলা পরীক্ষা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ-উল-মোস্তাক জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ জানায়নি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেরক

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।