ইবিতে মহান বিজয় দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করা হয়। শুক্রবার সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর থেকে  বিজয় শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি ‘মুক্তবাংলা’য় গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 16
এছাড়াও সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বেলা সাড়ে ১১টায় ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘মুক্তিযুদ্ধ কর্ণার’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এছাড়াও প্রত্যেক আবাসিক হলে স্ব স্ব প্রভোস্টগণ উন্নত খাবারের ব্যবস্থা করেন।

Check Also

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।