জার্মানি এখন যুদ্ধে, হামলাকারী শরণার্থী শুনে অসুস্থ বোধ করছেন মার্কেল

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, বার্লিন মার্কেটে হামলাকারী যদি শরণার্থী হয়ে থাকে তাহলে এটা হবে খুবই বিরক্তিকর। সোমবার দিবাগত রাতে বার্লিনে ২৩ বছরের পাকিস্তানি নাগরিক নাভেদ বি একটি লরি নিয়ে একটি বাজারে ঢুকে পড়লে ১২ জন মারা যায় ও ৪৮ জন আহত হয়। পোল্যান্ড থেকে একটি বিশাল ট্রাক সে হাইজ্যাক করে এধরনের সন্ত্রাসী হামলা ঘটায়। জার্মান পত্রিকা বিল্ড দাবি করছে হামলাকারী পাকিস্তানি নাগরিক। এক বছর আগে সে জার্মানে আসে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার বলেছেন, তার দেশ এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে আছে।13

এদিকে জার্মানির ইন্টেরিওর মিনিস্টেরিয়াল কনফারেন্সের চেয়ারম্যান ক্লাউস বোউইলন ঘোষণা করেছেন যে, জার্মানি এখন ‘স্টেট অব ওয়ার’এর রয়েছে। আইএস জঙ্গিরা জার্মানিতে এ হামলার দায় স্বীকারের পর ক্লাউস এ ঘোষণা দেন। তিনি বলেন, জনগণকে নিরাপদে রাখতে যা করার দরকার জার্মানি তাই করবে। মেশিন গান, ছোট অস্ত্র থেকে ভারী ও দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হবে।

জার্মান পপুলিস্ট পার্টির চেয়ারওম্যান এএফডি ফ্রাংক পেট্রি বলেছেন, জার্মানি এখন আর নিরাপদ নয়। জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মার্কেল বলেন, দিনটি ছিল তার দেশের জন্যে একটি কঠিন দিন এবং এধরনের সন্ত্রাসী হামলায় তিনি খুবই মর্মাহত। এধরনের হামলা সহ্য করা খুবই কঠিন হবে যদি এর সঙ্গে জার্মানে কোনো আশ্রয়প্রার্থী জড়িত থাকে। হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। পুরো জার্মানি শোকে মুহ্যমান বলেও জানান মার্কেল।

এর আগে হাজার হাজার শরণার্থী ও অভিবাসীদের জার্মানিতে আশ্রয় দেয়ার জন্যে উদার নীতি গ্রহণে মার্কেরের কড়া সমালোচনা করে তার রাজনৈতিক বিপক্ষ থেকে শুরু করে সহকর্মীরাও। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্রিসমাস উপলক্ষে ইউরোপে সন্ত্রাসী হামলার আশঙ্কা করেছিল। ডেইলি স্টার ইউকে

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।