আন্দ্রে রাসেলের হাতে এ কেমন ব্যাট?

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে মুখোমুখি সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করছিল থান্ডার। বিগ ব্যাশ চ্যাম্পিয়নদের হয়ে ছয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। হঠাৎ চমকে ওঠেন সবাই। রাসেল মাঠে নামলেন হাতে ভয়ঙ্কর কালো ব্যাট নিয়ে।

সাধারণত এই ধরনের ব্যাট দিয়ে কাউকে খেলতে দেখা যায় না। রাসেলের সেই ব্যাটের সামনের অংশ কালো, আর গোড়ারটা গোলাপী। এই দুই রঙয়ের মেশালে তার ব্যাটটা ভয়ঙ্করই দেখাচ্ছিল। হঠাৎ রাসেলের হাতে এই কালো ব্যাট কেন? ক্রিকেটের নিয়মেই বা কি বলে?

এদিকে কালো ব্যাট দিয়ে খেলা ক্রিকেটের নিয়মানুয়ী বৈধ কি না? এমন প্রশ্ন তুলেছেন সিক্সার্সের উইকেটরক্ষক ব্র্যাড হাডিন। তার জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, এক ক্রিকেটার যে কোনো রঙয়ের ব্যাট দিয়ে খেলতে পারবেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমোদন এমনই। ব্যাটের রঙটা ক্লাবের প্রাথমিক রঙয়ের মতোই হতে পারে। আবার কালোও হতে পারে।

তিনি আরো যোগ করেন, তবে আম্পায়ার যদি মনে করেন এই ব্যাট ম্যাচে কোনো ধরনের প্রভাব ফেলে, তাহলে তা পরিবর্তন করতে হবে।

উল্লেখ্য, ম্যাচটিতে ৯ উইকেটে জয় পায় সিডনি সিক্সার্স।

Check Also

ফুটবলার রাজিয়ার জন্য আমরা কে কী করেছি

ফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা মাঠে ছিলেন অপ্রতিরোধ্য। সন্তান জন্মদানের পর আবার দ্রুত খেলায় ফিরতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।