সাতক্ষীরায় মহিলা বিষয়ক কর্মকর্তার পছন্দের সংগঠন নিয়ে সুন্দরবন সাব-ক্লাস্টার প্রশিক্ষন সমাপ্ত

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউনিসেফ-এর সহযোগিতায় বাংলাদেশে জরুরী অবস্থায় শিশু সুরক্ষায় ৫টি সাব-ক্লাস্টার প্রায় ১০ বছর যাবদ কাজ করছে চট্রগ্রাম, সিলেট, রবিশাল, বগুড়া ও খুলনা অঞ্চলে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা নিয়ে খুলনা সাব-ক্লাস্টারটি “ সুন্দরবণ সাব-ক্লাস্টার” নামে পথ চলা শুরু করে। এর লক্ষ্য হচ্ছে দুর্যোগ পীড়িত শিশুদের সুরক্ষায় সহযোগিতা করা, অধিকার বঞ্চিত শিশুদের অধিকার পূরণে সহযোগিতা করা, শিশুদের প্রতি 18সংবেদনশীল হওয়ার তাগিদে বিভিন্ন সভা, সেমিনারসহ সচেতনতামূলক কার্যক্রম উপস্থান করা। তারই পরিপেক্ষিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউনিসেফের সহযোগিতায় সাতক্ষীরায় গত ১৮ থেকে ২১ ডিসেম্বর ৪ দিন যাবত এনাবেল ইনভাইরোনমেন্ট ফর চাইল্ড রাইটস্ (ইইসিআর) প্রোজেক্ট মওকা এর আওতায় এ্যাডোলোসেন্ট সাব-ক্লাস্টার মেম্বার অফ সাতক্ষীরা ট্রেনিং অন ক্রিয়েটিং কানেক্টিং মডিউল লেখা ব্যানারে প্রশিক্ষন শুরু করে সাতক্ষীরার মূল ৪/৫টি  সদস্য সংগঠন বাদ দিয়ে। উল্লেখ্য যে এই প্রশিক্ষন টি হওয়ার কথা ছিল বিগত ৬/৭ মাস আগে যার জন্য সকল সংগঠন থেকে তালিকাও পাঠানো হয়েছিল খুলনা রূপান্তর বরাবর। উক্ত প্রশিক্ষনে যেখানে একই সংগঠন অগ্রগতি সংস্থার ৪ জন অংশগ্রহন করেছে। এবিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন আসলে এটা সাব-ক্লাস্টার সদস্যদের প্রশিক্ষন না এখন অন্য কিশোর-কিশোরীদের নিয়ে প্রশিক্ষন চলছে। পরে সাব-ক্লাস্টারের সদস্যদের নিয়ে প্রশিক্ষন করা হবে, এটায় আপনাদের কোন চান্স নেই। এবিষয়ে বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল বলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তার ইচ্ছামতো পছন্দমত সংগঠন নিয়ে প্রকৃত সংগঠন বাদ দিয়ে ৪ দিনের প্রশিক্ষন সমাপ্ত করলো এবং একই সংগঠনের ৪জন সদস্য অন্তভূক্ত হলো অথচ আমরা সুযোগ পেলাম না। এটা কিভাবে হলো বুঝতে পারলাম না এটা তার মনগড়া এবং ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই না। কিভাবে এই প্রশিক্ষন করা হলো বা সদস্যভুক্ত না সেই সকল সংগঠন নিয়ে প্রশিক্ষন করা হলো  খুলনা জেলায় কর্মরত রূপান্তরের কো-অর্ডিনেটর  কার্ত্তিক চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন খুলনা এবং বাগেরহাটে সদস্য সংগঠন ছাড়া অন্য কোন সংগঠনকে এই প্রশিক্ষনে অংশগ্রহন করানো হয়নি যারা অংশগ্রহন করেছিল তারা সকলেই সদস্যভূক্ত সংগঠন। এ বিষয়ে বঞ্চিত সংগঠনদ্বয় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিষয়ে ইউনিসেফসহ সকল পর্যায়ে এই কার্যক্রম কেন করা হলো সে বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।