কালো ব্যাটের অনুমোদন পেলেন রাসেল

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে বিগ ব্যাশে কালো ব্যাট দিয়ে খেলার অনুমতি দিয়েছে। তবে এক্ষেত্রে বল যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য ব্যাটের গায়ে পরিষ্কার একটি প্রলেপ দেওয়া হয়েছে।36

তবে এর আগে রাসেলের এই কালো ব্যাট নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর বিগ ব্যাশে প্রথম ম্যাচে সিডনি থান্ডার্সের হয়ে কালো ব্যাট ব্যবহার করেছিলেন রাসেল।

সে সময় ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বিভিন্ন রঙের ব্যাট ব্যবহারের অনুমতি আমরা দিয়েছি। তা কালো হোক বা অন্য যে কোনে রং। তাই রাসেলের ব্যাটকেও আমরা অনুমোদন দিয়েছিলাম। কিন্তু পরে আমরা পর্যবেক্ষণ করে দেখি ব্যাটটিতে কিছু সমস্যা রয়েছে। এটি সাদা রঙের বলের রং নষ্ট করে। তাই পরে আমরা অনুমোদনটি প্রত্যাহার করে নেই।

ফের রাসেলের কালো ব্যাটকে অনুমোদন দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, এখন থেকে ব্যাটের উপর একটি পরিষ্কার প্রলেপ থাকবে। ফলে বলে কোন ক্ষতি হবে না। তাই রাসেল এখন থেকে তার ব্যাটটি ব্যবহার করতে পারবে।

Check Also

ফুটবলার রাজিয়ার জন্য আমরা কে কী করেছি

ফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা মাঠে ছিলেন অপ্রতিরোধ্য। সন্তান জন্মদানের পর আবার দ্রুত খেলায় ফিরতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।