ভারতীয় ঔষধ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:বেনাপোল প্রতিনিধি:পোর্ট থানা বেনাপোলের চেকপোষ্ট এলাকার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় আমদানী নিষিদ্ধ প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমান ঔষধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারিনি বিজিবি।gfhsj

বুধবার বেলা সাড়ে ১১ টার সময় ঔষধগুলো উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান,নিজস্ব গোয়েন্দা (এফআইজি)’র মাধ্যমে সংবাদ পেয়ে বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি ব্যাগ উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে ব্যাগ গুলো খুলে তার মধ্য থেকে ভারতীয় ট্যাবলেট- ইপসন ৫০০ এমজি ২ হাজার পিস, ইনজেকশ সামসটিন ৩ এমজি ৯৪ পিস,ইনজেতশন সোডিয়াম ক্লোরাইড ১ এমজি ২৯৪ পিস,ইনজেকশন গেমসিটাভিন ১০০০ এমজি ১৭৫ পিস, ক্যাপসুল ইটোপোজিড ৫০ এমজি ৩৩৫পিস,ইনজেকশন বরটিজোইমড ২ এমজি ৩০ পিস, বিমোড ১০০ এমজি ২০ পিস, রিভোকন ২৫ এমজি ৬৮০ পাতা ও ডিমোপ্রেজিন-নাসাল স্প্রে ২-৫ এমজি ২৪০ পিস পাওয়া যায়। যার আনুমনিক বাজার মুল্য প্রায় ৫০ লাখ টাকা।

তিনি আরো জানান, আমদানি নিষিদ্ধ পাচার হয়ে আসা ভারতীয় ঔষধগুলো যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।