বুবলীর প্রিয় রং সাদা, মায়ের কালো

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বুবলী, চলচ্চিত্র অভিনেত্রী। মা জেসমিন আক্তার, গৃহিণী। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথামায়ের সঙ্গে বুবলী। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?

বুবলী: সব ধরনের পোশাক পরতে ভালো লাগে। বিশেষ পছন্দ শাড়ি ও গাউন।

 মা: শাড়ি। বেশি প্রিয় টাঙ্গাইলের সুতি শাড়ি।

২. প্রিয় খাবার?

বুবলী: ঝাল-জাতীয় খাবার। মায়ের হাতের ডিমের তরকারি, বড় বোনের হাতের গরুর কালা ভুনা ও মেজো বোনের হাতের রান্না করা ফিরনি পছন্দ করি।

মা: বড় মেয়ের হাতের গরুর কালা ভুনা।

৩. যে সিনেমা ভালো লেগেছে…

বুবলী: বসগিরি, জীবন থেকে নেয়া, লাইফ ইজ বিউটিফুল

মা: ছুটির ঘণ্টা, জীবন থেকে নেয়াবসগিরি

৪. প্রিয় অভিনয়শিল্পী?

বুবলী: ববিতা, জাফর ইকবাল, সালমান শাহ্, শাবনূর ও শাকিব খান।

মা: শাবানা, ববিতা, শাবনূর, বুবলী ও কলকাতার জিৎ।

৫. কার গান ভালো লাগে?

বুবলী: মিতালী মুখার্জি, নচিকেতা, নাজনীন মিমি ও ইমরান।

মা: নাজনীন মিমি, ইমরান, কুমার শানু ও লতা মঙ্গেশকর।

৬. প্রিয় রং?

বুবলী: সাদা ও হালকা যেকোনো রং।

মা: কালো ও গোলাপি।

৭. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?

বুবলী: মায়ের খুব ধৈর্য। এটি বড় গুণ। মাঝে মাঝে আমাদের অতিরিক্ত শাসন করেন। এটা একটু অপছন্দ।

মা: বুবলী প্রাণবন্ত একটি মেয়ে। আমার যত্ন নেয়। এই বিষয়গুলো আমার ভালো লাগে। ঠিকমতো খাবার খায় না। প্রচণ্ড অনিয়ম করে। ওর এই দিকটা আমার বিরক্ত লাগে।

Check Also

সিরিয়াতেই থাকতে হবে ‘আইএস বধূকে’, বাংলাদেশি বংশোদ্ভূত কে এই শামীমা?

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।