সরকারের দৃষ্টি আকর্ষন! শ্যামনগরে হেঞ্চি বঙ্গবন্ধু হাইস্কুল ২০ বছরেও এমপিও ভূক্ত হয়নি,

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল- শ্যামনগর (সাতক্ষীরা) ঃ সাতক্ষীরার শ্যামনগরে হেঞ্চি বঙ্গবন্ধু হাইস্কুল ২০ বছরেও মাধ্যমিক পর্যায়ে এমপিও ভূক্ত হয়নি। সরকরি24 নীতিমালা যথাযথ বলবৎ থাকলেও শিক্ষক কর্মচারীরা বেতন ভাতাদী না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে। প্রধান শিক্ষক এ,বি,এম লুৎফুল আলম জানান, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯ৃ§তিকে লালন করতে ১৯৯৭ সালে হেঞ্চি বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী মরহুম চেয়ারম্যান জি.এম, আব্দুল কাদের এলাকার লোকের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমান বিদ্যালয়টি দ্বিতল ভবনে প্রায় ৫ শতাধিক ছাত্র ছাত্রী লেখা পড়া করে। গত বৎসর এস,এস,সি পরীক্ষায় ৬০ জন, জে,এস,সি পরীক্ষায় ৬০ জন অংশগ্রহন করে ২ জন এ প্লাস সহ খুব ভাল ফলাফল লাভ করে। এলাকার অধিকাংশ লোকজন দরিদ্র নি¤œ আয়ের হওয়ায় ছেলে মেয়েদের প্রাইভেট পড়া ছাড়াই বিদ্যালয় নির্ভর হয়ে লেখাপড়া করে । শিক্ষকরা অর্ধহারে /অনাহারে আন্তরিকতার সাথে পাঠদান করেন মানবিক,বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ চালু থাকার সত্ত্বেও নেই বিজ্ঞানাগারের সরঞ্জামাদী। ২০০১ সালে সাবেক আওয়ামীলীগ মনোনীত এম,পি আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক এর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি জুনিয়র পর্যায়ে এম,পিও ভূক্ত হলেও মাধ্যমিক পর্যায়ে হয়নি। বেতনভূক্ত হতে পারে নি মাধ্যমিক পর্যায়ের সুপদ কুমার সর্দার, আলমগীর কবীর,কৃতি সুন্দর মন্ডলসহ২ জন কর্মচারী। তারা ভারাক্রান্ত হৃদয়ে বলেন,২০ বৎসর চাকুরী জীবনে যাদের পড়িয়েছি তারা অনেকে বেতন পাচ্ছে, আমরা বেতন পাচ্ছি না, ফলে অভাব অনাটনে সংসারে বিবাদ লেগেই আছে। এস,এম.সি সভাপতি রবিউল ইসলাম গায়েন বলেন-অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, এখন বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করতে এখন মিডিয়ায় সর্বশেষ ভরসাস্থল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম জানান, শ্যামনগরের বিজি কলেজ, আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা, পাখিমারা আমিনিয়া মহিলা মাদ্রাসা,গাজী আঃ হামিদ মডেল দাঃ মাদ্রাসা, ভৈরব নগর দাঃ মাদ্রাসা. বুড়িগোয়ালিনী দাঃ মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এখনও এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা দারুন আর্থিক কষ্টে আছে বলে প্রতিনিয়ত অভিযোগ করছেন। এ ব্যাপারে সরকারের উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।