জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে : এরশাদ

ক্রাইমবার্তা রিপোট:আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় গ্রামে নিজস্ব খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।35

এরশাদ বলেন, ‘জোটগতভাবে নয়, আগামী নির্বাচনে আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব। আপনারা এখন থেকে সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিন।’

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির দেয়া সার্চ কমিটির ওপর আস্থা আছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৭ জনের নাম পাঠানো হয়েছে। নতুন নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আশা করছি।’

এ সময় জনগণের কল্যাণে রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রীর উদ্যোগে পূর্ণ আস্থার কথাও জানান জাতীয় পার্টির এই চেয়ারম্যান। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মন্তাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এরশাদ রানীশংকৈলের নেকমরদ ও বচতলীতে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে পথসভায় যোগ দেন।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।