কলারোয়ায় সরস্বতী পূজা পালন

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, 31
সাতক্ষীরা কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার পালিত হয়েছে বাণী অর্চনা, বিদ্যার দেবী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে ভক্তবৃন্দ অর্পণ করেন পুষ্পার্ঘ্য। অজ্ঞতার অন্ধকার দূর করতে হিন্দু সম্প্রদায়ের সকলেই প্রণতি জানান কল্যাণময়ী দেবীর চরণে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র পাঠ করে মন্দির, মন্ডপ বা পারিবারিক উপাসনালয়ে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা জানান, উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা পালিত হয়েছে। বিভিন্ন মন্দির, মন্ডপ ও বাড়িতে বাড়িতে শিক্ষার্থীসহ হিন্দু সম্প্রদায়ের সকলেই পূজা-অর্চনার মধ্য দিয়ে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র জানান, বুধবার আশ্রম চত্বরে ধর্মীয় সকল আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা ও বাণীর দেবী সরস্বতীর পূজা-অর্চনা করা হয়। সিংগা বিএসএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ জানান, গণপতিপুর পূজা মন্ডপসহ তাঁর নিজ বাড়িতে পালন করা হয় সরস্বতী পূজা। কলারোয়া পৌরসভার দক্ষিণপাড়া কালীমন্দিরে নিখিল অধিকারীর তত্ত্বাবধানে সরস্বতী পূজা পালন করা হয়। গার্লস পাইলট হাইস্কুলের শিক্ষক উৎপল কুমার সাহা জানান, হরিতলা পূজা মন্ডপসহ পৌরসভার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা সরস্বতী পূজা পালন করেন। প্রতিটি ঘরে ঘরে পারিবারিক উপাসনালয়ে পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা দেবী সরস্বতীকে এদিন প্রণতি জানায় জ্ঞানার্জনে ব্রতী হওয়ার দীক্ষা নিতে। পারিবারিকভাবে কলারোয়া পৌর এলাকায় পাচু গোপাল ভট্টাচার্য, সন্তোষ কুমার হালদার, তপন রায়, হরেন্দ্রনাথ রায়, অরবিন্দ, সন্তোষ পাল,  বেত্রবতী হাইস্কুলের শিক্ষক রীনা রানী পালের বাড়িতে সরস্বতী পূজা পালন ও দেবী তুষ্টিতে প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।