কালিহাতীতে ইউপি সচিব গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সচিব নূর মোহাম্মদ(৫০)কে দুর্নীতি প্রতিরোধ আইনে ৫(২)ধারার অপরাধে গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কালিহাতী থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।21
মামলার বিবরণ সূত্রে জানাযায়,উপজেলার কোকডহড়া ইউনিয়নের সচিব থাকা কালীন বিগত ২০১৩ সালের ২১ জানুয়ারি উপজেলার কোকডহড়া ইউনিয়নের ইন্দুটি কোনাবাড়ী গ্রামের মাখনলাল ঘোষের মৃত্যুর তারিখ তার ছেলে রাজিন্দ্র চন্দ্র ঘোষের তথ্য অনুযায়ী কোকডহড়া ইউনিয়ন পরিষদের মৃত্যু রেজিষ্টারে ৫/৬/১৯৭৯খ্রি. লিপিবদ্ধ করেন। পরবর্তীতে উক্ত মামলার আসামী নূর মোহাম্মদ অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দ্যেশে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অন্যান্য আসামীদের লাভবান করার জন্য ২০১৩ সালের ১৭ ফেব্র“য়ারি তারিখে অপর আসামী আঃ কাদেরের দেয়া তথ্যানুযায়ী পূনরায় মাখনলাল ঘোষের মৃত্যুর তারিখ উক্ত সচিব নূর মোহাম্মদ ৭/৪/১৯৮৯ইং লিপিবদ্ধ করে মৃত্যু রেজিষ্টারে স্বাক্ষর করে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর গ্রহণ করেন। অতপর মামলায় বর্ণিত জাল দলিল সমূহের সঠিকতা প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতার অপব্যবহার করে কোকডহড়া ইউপি চেয়ারম্যান আসামী ফরহাদ হোসেনের স্বাক্ষর নিয়ে মাখনলাল ঘোষের মৃত্যু তারিখ ৭/৪/১৯৮৯ ইং লিখা বিতর্কিত মৃত্যু সনদ আসামী পক্ষের নিকট সরবরাহ করেছেন বলে জানাযায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করে গতকাল বৃহস্প্রতিবার সকালে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।