হুদার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: মোশাররফ

ক্রাইমবার্তা রিপোট:নুরুল হুদা’র অবদান বাংলাদেশের মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।11

মঙ্গলবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানের পূর্বে তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী নুরুল হুদার রুহের মাহফিরাত কামনায়’ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নূরুল হুদার’র প্রতি স্মৃতিচারণ করে খন্দকার মোশাররফ হোসেন, উনি দেশে একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রেরিত হয়ে বিএনপিতে যোগদান করেন। জাতীয়তাবাদী দর্শনই ছিল তার রাজনৈতিক চেতনার ভিত্তি ও সব কর্মকান্ডের প্রেরণা। অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন তিনি। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নূরুল হুদা তার রাজনৈতিক জীবনে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মরহুম নূরুল হুদা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবেও তিনি জাতীয় সংসদে তার দক্ষতার সুস্পষ্ট স্বাক্ষর রেখেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকারে শহীদ জিয়া প্রবর্তিত ধারাকে অক্ষুণœ রাখতে তিনি অবিচল ছিলেন।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ওলামা দলের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।