দুলু-বুলু-সোহেল-শিমুলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক্রাইমবার্তা রিপোট: রাজধানীর শেরে বাংলানগর থানার নাশকতার একটি মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আজ বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, মো. রুহুল কুদ্দস তালুকদার দুলু এবং আজিজুল বারী হেলাল।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার শিশুমেলা এলাকায় আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায়।

শেরেবাংলা নগর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে তখন এ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ জুলাই শেরেবাংলা নগর থানার এসআই তোফাজ্জল হোসেন বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসে।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।