মুক্তিযোদ্ধারা সবচাইতে লাঞ্ছিত : কাদের সিদ্দিকী

ক্রাইমবার্তা রিপোট:কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী গতকাল টাঙ্গাইলের মধুপুরে এক জনসভায় বক্তব্য দেন।

বাংলাদেশে মুক্তিযোদ্ধারা সবচেয়ে বেশি লাঞ্ছিত বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।7

গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে এক জনসভায় এ মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

জনসভায় দেওয়া বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, ‘আজকে মুক্তিযোদ্ধারা সবচাইতে লাঞ্ছিত। আজকে মুক্তিযোদ্ধাদের জন্ম নেওয়া ওই ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কাছে যেয়ে ইন্টারভিউ দিতে হয়। …যারা আজকে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে, মধুপুরের এই পুলের পাড়ে যে যুদ্ধ হয়েছিল, তার কি খবর সে রাখে? আরে সেই যুদ্ধে যে ছিল, তারে এখানে যায়া যদি আজকে ইন্টারভিউ দিতে হয়, তাহলে তো বঙ্গবন্ধুর কচুগাছের লগে ফাঁসি দেওয়া উচিত।’

‘আমার কথা ছাইড়েই দিলাম। আমি যদি খেতাব না পাইতাম, আমার যদি নাম না থাকত, তাইলে আমারেও কইত, যাও, যাইয়া ইন্টারভিউ দেওগা।’

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সাধারণ সম্পাদক বীরপ্রতীক হাবিবুর রহমান খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, দলটির নেতা হাসমত আলী, হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

Please follow and like us:

Check Also

বিমান থেকে ডলারভর্তি তিনটি ব্যাগ সাগরে ফেলা হয়

অবশেষে মুক্তিপণে ৩১ দিন পর অক্ষত অবস্থায় মুক্তি পেলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।