শ্যামনগরে আলোচিত অপহরণ মামলার ভিকটিম কে উদ্ধার করলো পুলিশ

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল: শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরের কৈখালী ইউনিয়ন জুড়ে চলছে উত্তেজনা কর পরিবেশ। বেশ কিছু দিন ধরে একটি অপহরণ মামলা কে কেন্দ্র করে। আর এঘটনাকে কেন্দ্র করে বিবাদী পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সহ নানা ধরনের সামাজিক আন্দোলন চলছিল।তবে বাদী বিবাদী উভয়ের এ পর্যন্ত উদ্দেশ্য ছিল ভিকটিম কে উদ্ধার করা। এ সকল মামলায় ভিকটিম 11উদ্ধার না হলে প্রকৃত ঘটনার রহস্য জানা সম্ভব হয় না।উপজেলার রমজাননগর ইউনিয়নের মজিদ গাজী কৈখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমের নিকট বালির টাকা পাবেন মর্মে তার ছেলে ইস্রাফিল কে টাকা আনতে পাঠায়। এর পর থেকে মজিদের ছেলে ইস্রাফিল হোসনের আর কোন হদিস ছিলনা। আর এ ধরনের অভিযোগ এনে মজিদ গাজী চেয়ারম্যান আব্দুর রহিম সহ ৮জনের বিরুদ্ধে অপহরন মামলা করে।এদিকে চেয়ারম্যানের পক্ষ থেকে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে আসা হচ্ছিল। চেয়ারম্যান মামলাটি ভিত্তিহীন দাবী করে বাদী তার ছেলেকে আত্বগোপনে রেখে হয়রানী মুলক মামলা করেছেন, বলে দাবী তুলে তিনি ও ভিকটিম ইস্রাফিল কে খুজতে থাকেন।এরই মধ্যে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ শ্যামনগরের অপহরন মামলার ভিকটিম ইস্রাফিলসহ তার অপর ২ আত্বীয়  কে উদ্ধার করেছে এবং মামলার বাদী তখন দ্রুত পালিয়েছে বলে আসামী পক্ষ জানিয়েছেন। বর্তমানে ভিকটিম কে দ্রুত শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। আর এর পর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

 ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা:সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল রেছেন। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।