অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:গ্রেফতারকৃত এমপি কাদের খান ও স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের উর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্যই সমান।গ্রেফতারকৃত এমপি কাদের খান ও স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল

তিনি আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খানের গ্রেফতারের বিষয়ে বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে।

তিনি বলেন, সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তি হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে।

অনুষ্ঠানে বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা এসময় উপস্থিত ছিলেন।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।