পাইকগাছা কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:জি,এ, গফুর, পাইকগাছা ॥  পাইকগাছায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 31শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে সমবেত হয় ১৯৬৭ সাল থেকে অদ্যাবধি প্রায় অর্ধশত ব্যাচের শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন মালা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মঈনুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, কুয়েট এর সহকারী অধ্যাপক দীপায়ন মন্ডল, সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, ঢাকা বাংলা কলেজের অধ্যাপক লাকি রানী হালদার, আলহাজ্ব এ্যাডঃ জিএ সবুর, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, বিজেআইটি গ্র“পের ভাইস চেয়ারম্যান শামিম আহসান, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, আ’লীগনেতা আকতারুজ্জামান সুজা, সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, মুক্তিযোদ্ধা জিএম কেরামত আলী, এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অনিতা রানী মন্ডল, এটিএম গোলাম আজম, ডাঃ আনোয়ার হোসেন, নূর আলী মোড়ল ও গাউছুল আজম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, সুষ্মিতা সরকার, সুফল চন্দ্র মন্ডল ও আসাবুর রহমান শিমুল।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।