শ্যামনগর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জনসভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ই মার্চ এইদিন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা অবিস্মরণীয় গৌরবের একটি দিন। পরাধীনতার শেকলে বন্দি বাঙালি জাতি তখন স্বাধীনতার জন্য অধীর অপেক্ষায়। শুধু প্রয়োজন একটি ঘোষণার, একটি আহ্বানের। অবশেষে ১৯৭১ সালের ৭ মার্চ এলো সেই ঘোষণা। কবির ভাষায়, “শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। 11তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা। জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি। ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম” এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” সেই ‘অমর-কবিতাখানি’ সেদিন যিনি শুনিয়েছিলেন তিনিই হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় শ্যামনগর মইক্রোস্টান্ড চত্বরে অনুষ্ঠিত জনভসায় শ্যামনগর উপজেলা আ.লীগের সহ-সভাপতি বাবু অসিম কুমার জোয়াদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আ.লীগের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ, শ্যামনগর মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবি রঞ্জন মন্ডল প্রমুখসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

সাতক্ষীরা শহরের কামালনগর গলায় ওড়না পেঁচিয়ে ইরানী আফরোজ তানু (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।