রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রাণীশংকৈলের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বুধবার ৮ই মার্চ উপজেলার চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।14 র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, সাবেক প্রধান শিক্ষক মো. আঃ হামিদ, মমতাজ বেগম মিরা, ফরিদা ইয়াসমিন, ফরিদা পারভিন, মানব কল্যাণ পরিষদের শিরিণ সুলতানা, হালিমা আক্তার ডলি প্রমুখ।

সাংবাদিকদের সাথে উপজেলা খাদ্য কর্মকর্তার মত বিনিময় সভা
রাণীশংকেল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শ্রী নিখিল চন্দ্র প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকালে প্রেস ক্লাব চত্বরে খাদ্য বান্ধব কর্মসূচী বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেস ক্লাব আহবায়ক বিজয় রায়, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, সদস্য খুরশিদ আলম শাওন, আনিশুর রহমান বাকি, সেতাউর রহমান, মোবারক আলী, মো. বিপ্লব, আনোয়ার হোসেন আকাশ, আনোয়ার হোসেন জীবন, ফারুক আহম্মদ, নেকমরদ খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ।

Please follow and like us:

Check Also

বাবার ইমামতিতে ছেলের জানাজা

চাঁদপুর শহরের হাজি মহসিন রোডের রেলওয়ে নূরানি জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আ ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।