কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে্নএক ব্যক্তি নিহত

ক্রাইমবার্তা রিপোট: কুষ্টিয়ার খোকসা উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার শিমুলিয়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধ হয়।

মিন্টু পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার পাংশার উপজেলার বাসিন্দা।11

পুলিশের ভাষ্য, নিহত মিন্টু আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

ডিবির ওসি ছাবিবরুল আলম জানান, রাতে শিমুলিয়া ব্রিজের কাছে আদিবাসী অফিসের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়।

উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মিন্টু গুলিবিদ্ধ হন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় মিন্টুকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গেই রাখা হয়েছে।

পরে ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

ওসির দাবি, বন্দুকযুদ্ধে এএসআই নিহার রঞ্জনসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

Please follow and like us:

Check Also

২৫ হাজার সরকারি টিউব অয়েলে উঠছে না পানি: দুষ্পাপ্য পানযোগ্য পানি: সাতক্ষীরার জনজীবনে হাঁসফাঁস

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরাঃ তীব্র খরা: বৃষ্টি হীনতা ও পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উপকূলীয় জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।