বিচারের বানী নিরব নির্বিঘেœ কাঁদে রাজু হত্যার কি বিচার হবে?

ক্রাইমবার্তা রিপোট:যশোর : যশোর জেলার মনিরামপুর উপজেলার ১০ নং মশ্বিন নগর ইউনিয়নের ১ নং ওয়াডের মশ্বিমনগর গ্রামের মোঃ গোলাম মোস্তফার  পুত্র নিমাণ শ্রমিক রাজুকে এইই ইউনিয়নের নোয়ালি গ্রামের অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী হায়দার সদস্যরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে রাম রাজত্ব করছে। মৃত রাজুর পরিবার কি রাজু হত্যার ন্যয্য বিচার পাবে? zn z
সূত্রে জানা যায় গত ১৫/০৪/২০১৬ ইং তারিখ  রাত আনুমাকি ৯ ঘটিকার সময় রাজু (২২) কে এলোপাতাড়ি মার পিট করে আহত করে উপস্থিত লোকজন রাজুকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্টি জেনারেল হাসপাতাল যশোরে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করিয়া মৃত ঘোষনা করেন। মুহূতেই মৃত্যুর সংবাদ হাসপাতল কর্তৃপক্ষ কোতয়ালী মডেল থানাকে অবহিত করিলে কোতয়ালী মডেল থানায় একটি জিডি হয় যার নং-৮২১ তাং ১৬/০৪/২০১৬। মনিরামপুর থাকার জিডি নং ৬৮৪ তারিখ ১৫/০৪/২০১৬ আলোচিত রাজু হত্যা মামলাকে কেন্দ্র করে মনিরামপুর থনা পুলিশ ঘোলা পানিতে মাছ শিকার করেছে। অনেক জল্পনা কল্পনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেন যার নং-২৪/১৩৫, ধারা ৩০২/৩৪ আসামি এজার বুক্ত দুই জন। আজ্ঞতনামা ১০/১২ জন। রাজুর পিতা মোঃ গোলাম মোস্তফা নিজে বাদী হয়ে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলাটি গ্রহন করে নাই। পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট মনিরামপুর আদালতে যশোর ১৪ জন আসামি করে একটি মন গড়া মামলা করেন। যার ধারা ৩০২/৩৪ দঃবিঃ তৎসহ-১৯০৮ সালের বিষ্ফোকর উদাদানাবলী আইনের ৬(ক) ৪ ধারা। উক্ত মামলার ১১ মাস অতিবাহিত হলেও মামলাটি জিমে রয়েচে। গত ০১/০৩/২০১৭ ইং এজার বুক্ত মামলার প্রধান আসামী মিন্টু যশোর কোর্টে সেরেন্ডার করতে এসে কোটে আটক হয়। বাকী আসামীগণ দিদারছে ঘুরে বেড়াচ্ছে।
সরেজমিনে পর্যবেক্ষন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি গেলে এলাকাবাসীরা জানায় রাজুকে যারা পরিকল্পিত ভাবে হত্যা করেছেন তারা হলের ১। মিঠু, পিতা- হায়দার , ২। মোঃ হায়দার, পিতা- মৃত সরুপজান, ৩। লিটন পিতা- মোঃ জলিল, ৪। মুকুল, পিতা- আব্দুল অজিত উভয় সাং নোয়ালী, ৫। আব্দুল লতিফ, পিতা- মৃত ওজেদ আলী সাং রতনদিয়া, ফুলতলা, থানা মনিরামপুর, ৬। মোঃ পারভেজ , পিতা-বজলুর সাং- দিকদানা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।
এলাকাবাসীরা জানায় ১০ নং মশ্বিননগর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আবুল হোসেনের কাছে জিজ্ঞাসা করিলে এই হত্যাকান্ডের আসল রহস্য পাওয়া যাবে।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদকে সামনে রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।