গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম অপারেশন সার্চলাইট নামে ২৫ মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধন

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।26

 এসময় তিনি বলেন, ‘২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যাকান্ড ছিল চরম নিষ্ঠুর ও জাতি-বিদ্বেষী গণহত্যা। যে-কোনো সংজ্ঞা বিচারে ২৫ মার্চ হত্যাকান্ড ছিল জাতি-বিদ্বেষী নিষ্ঠুর গণহত্যা। অপারেশন সার্চলাইট নামে ২৫ মার্চ রাত থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি নিধন। মুক্তিযুদ্ধের ৯ মাসে তাদের হাতে ৩০ লক্ষ বাঙালি প্রাণ হারান, প্রায় ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি ঘটে, লক্ষ লক্ষ ঘর-বাড়িতে আগুন দিয়ে তা ভস্মীভূত করা হয়, ১ কোটি মানুষ জীবনের শঙ্কা নিয়ে প্রতিবেশি রাষ্ট্র ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। পাকিস্তানি বাহিনীর হত্যাকান্ড ছিল নির্বিচার, জাতি ও ধর্ম বিদ্বেষী।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র ম-ল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আল মাহমুদ পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. কামরুল ইসলাম, রাফিনুর ইসলাম, লিটন মির্জা, আনোয়ারুল ইসলাম রনি, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বাবু, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, হারুন, সবুর খান প্রমুখ।

 

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসে জেলা ১৪ দলের আলোচনা সভায় বক্তারা
নতুন প্রজন্মকে বাঙ্গালী জাতীয়তাবাদ আর দেশপ্রেমকে বুকে ধারণ করে দেশের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান
ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে জেলা ১৪ দলের আহবানে গণজমায়েত ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দীক, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, প্রভাষক ইদ্রিস আলী, ওয়ার্কাস পার্টির মুহিবুল্লাহ মোড়ল, কাজী রিয়াজ, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংসতম বর্বরতা। পাকিস্তানের মতো হীন রাষ্ট্রের সাথে পূর্ব বাংলার যোগদান করাটা ঠিক হয়নি। বাংলাদেশে এখনো পাকিস্তানপন্থী স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্র রুখতে নতুন প্রজন্মকে বাঙ্গালী জাতীয়তাবাদ আর দেশপ্রেমকে বুকে ধারণ করে দেশের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান জানান।’
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বদ্ধভূমিতে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

 

 

 

Please follow and like us:

Check Also

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র দাখিল

 ক্রাইমবাতা রিপোট: সাতক্ষীরা:সাতক্ষীরার সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল রেছেন। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।