বাড়ি থেকে আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত [ভিডিও]

ক্রাইমবার্তা রিপোট:ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাউছার ভূঁইয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাতশালা রেল স্টেশনের কাছে এ বন্দুকযুদ্ধ হয়।

এ সময় ডিবি পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিহত কাউছার ভূঁইয়া (৩০) জেলা শহরের কান্দিপাড়া এলাকার আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ছেলে।

এদিকে নিহতের পরিবার দাবি করেছে, বাড়ি থেকে কাউছারকে ধরে নিয়ে গিয়ে ডিবি পুলিশ হত্যা করেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, ভোরে জেলা শহরের ভাতশালা রেলস্টেশন এলাকায় মাদক বহনকারী একটি মাইক্রোবাস রয়েছে- এমন সংবাদে ডিবি পুলিশ অভিযান চালায়।

এ সময় পুলিশ গাড়িটির কাছাকাছি গেলে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই কাউছার মিয়া গুলিবিদ্ধ হন।

পরে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত দুই পুলিশ সদস্যকে জেলা সদর হাসপতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এদিকে নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, ‘শনিবার বিকালে সাদা পোশাকে ডিবি পুলিশ তার স্বামী কাউছারকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়।’

তিনি জানান, রোববার সকালে এলাকার লোকজনের কাছে শুনতে পান জেলা সদর হাসপতালের মর্গে কাউছারের মরদেহ পড়ে রয়েছে। এরপর তারা ছুটে যান হাসপাতালে।

এ ঘটনায় পুলিশের বিচার দাবি করেন রিনা বেগম।

 

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।