সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:একটি জয় বদলে দিয়েছে অনেক কিছুই। শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সেই স্বপ্নটি সত্যি হতে পারে আজই। রাংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ লংকানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজদের। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নিজেদের সেরাটি দিতে পারলে আগামীকালই (আজ) সিরিজ নিশ্চিত করা সম্ভব।

2

ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশকে দিয়েছে দুহাত ভরে। তিন বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা। তাতেই মিলেছে সাফল্য। শ্রীলংকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ। এ ছাড়া শতরানের দুর্দান্ত এক ইনিংস খেলে তামিম ইকবাল ছাড়িয়ে যান শহিদ আফ্রিদিকে। ডাম্বুলায় প্রথমবারের মতো জয়ের স্বাদও পায় টাইগাররা। ওই দাপুটে জয়ের সুখস্মৃতিই টাইগারদের আজ জোগাবে বাড়তি আত্মবিশ্বাস।

বাংলাদেশের সামনে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। সুযোগটি কাজে লাগাতে বদ্ধপরিকর মাশরাফি, সাকিব, মুশফিকরা। দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে গতকাল কঠোর অনুশীলন করেছে টাইগাররা। প্রথম ওয়ানডের ভুল-ত্রুটিগুলো শুধরে আজ নতুনভাবে মাঠে নামার লক্ষ্য লাল-সবুজদের। মাশরাফি বলেন, চেষ্টা করব নিজেদের সেরাটি দেওয়ার। কাল (আজ) নতুন দিন। সব কিছু নতুনভাবে শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।

ক্রিকেট-বিশ্বে বাংলাদেশ এখন ‘সমীহ’ জাগানিয়া দল। গত দুই বছরে দেশের মাটিতে দারুণ সাফল্য দেখিয়েছে টাইগাররা। ২০১৫ সালে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছে মুশফিক বাহিনী। তবে বছরের শেষটি ভালো যায়নি টাইগারদের। নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের কাছে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ হতে হয়েছে মাশরাফি-মুশফিকদের।

নতুন বছরের শুরুটি অবশ্য আশাজাগানিয়া-ই ছিল! ভারতের বিপক্ষে খেলা একমাত্র হায়দরাবাদ টেস্টে অল্পের জন্য জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটি বাজে হলেও দ্বিতীয় অর্থাৎ নিজেদের শততম টেস্টে দারুণ এক জয় পায় টাইগাররা। ফলে ড্র দিয়ে শেষ হয় বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ। এর পর লাল-সবুজ জার্সিতেও উজ্জ্বল মাশরাফি বাহিনী। বছরের প্রথম ওয়ানডেতে জয় দিয়ে যাত্রা শুরু করেছে টাইগাররা।

ডাম্বুলা এখন বাংলাদেশের জন্য ‘পয়া’ ভেন্যু! গত শনিবার শ্রীলংকার বিপক্ষে ৩৯তম ম্যাচে এসে পঞ্চম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। আজ নিজেদের ‘পয়া’ ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থারাঙ্গা, চান্দিমাল, পেরেরারা। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবেন তারা। শ্রীলংকা দলের ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেন, প্রথম ম্যাচে হারের পর আমরা হতাশ। এটিও জানি যে, দ্বিতীয় ম্যাচে চাপটি আমাদের ওপরই বেশি থাকবে। কেননা আমাদের কাছে জয়ের বিকল্প কিছুই নেই। আমি মনে করি, এ ম্যাচটি আমাদের কাছে একপ্রকার ফাইনাল। আমরা আত্মবিশ্বাসী। আশা করি, ছেলেরা মাঠে তাদের সেরাটি উজাড় করে দেবে।

মাশরাফি অবশ্য ‘চাপ’ নিচ্ছেন না। নিজেদের পরিকল্পনামতো খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলেই মনে করছেন। তবে ব্যাটসম্যানদের কিছু জায়গায় উন্নতি করার প্রয়োজনীয়তা দেখছেন। মাশরাফি বলেন, আমাদের ব্যাটসম্যানরা ৫০-৬০ রান অনেক সময় করছে। আমরা চাই, এ জায়গাটিতে উন্নতি করতে। কেউ যদি ৫০/৬০/৭০ রান করে, সে যেন ১০০ পর্যন্ত যেতে পারে। কেউ যদি ৫০ রানকে শতকে নিয়ে যেতে পারে, তখন ম্যাচ জেতা সহজ হয়ে যায়।

দেশের পর বিদেশের মাটিতেও মাশরাফি, মুশফিকদের এখন প্রমাণ করার পালা! নিজেদের পছন্দের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ যে সত্যিকারের ‘বাঘ’ তা প্রমাণ করার এমন সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবে না মাশরাফি বাহিনী। লংকানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়েও উন্নতির সুযোগ থাকছে। তা ছাড়া বিদেশের মাটিতে পাওয়া জয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও টাইগারদের ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে।

 

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।