মিরপুরে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদন্ড

ক্রাইমবার্তা রিপোট:জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুরে সোহেল রানা(১৮) ও বাবু (৪৫) নামের দুই মাদক সেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। 13

মঙ্গলবার দুপুরে এ কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলা কুর্শা ইউনিয়নের মাজিহাট কুন্টিয়ারচর গ্রামের ইসা হকের ছেলে সোহেল রানা(১৮) ও উপজেলার পোড়াদহ ইউনিয়নের জগতি গ্রামের বাবু(৪৫) গাজা সেবনরত অবস্থায় চেচামেচি করছে এমন সংবাদের ভিত্তিত্বে ইসা হকের বাড়িতে অভিযান চালিয়ে সেবনকৃত গাজাসহ সোহেল ও বাবুকে আটক করা হয়।পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান সোহেল রানাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ সালের ১৮’র খ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও তার তার সহযোগী বাবুকে ১০০০ টাকা আক্কেল সেলামী হিসেবে জরিমানা করা হয়। এসময় মাদকমুক্ত নিরাপদ সমাজ মিরপুর উপজেলা শাখার সভাপতি জিয়ারুল ইসলাম, মাজিহাট ক্যাম্প ইন চার্জ এএসআই মিজানুর রহমান মিজান, শাহীন প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

Check Also

কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী’র আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।