বাসে চড়ে বাসায় ফিরলেন সৈয়দ আশরাফ

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার,

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাসে ছড়ে মতিঝিল থেকে মিন্টু রোডের সরকারী বাসভবনে ফিরেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তারই মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধতন কর্মকর্তারা। মন্ত্রির একান্ত সচিব এএফএম হায়াতুল্লাহ বলেন, মন্ত্রী মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মতিঝিলে সরকারী কর্মচারী কল্যাণ বোর্ডে জন্য কেনা ২৮ টি নতুন বাসের উদ্বোধন করেন। ২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সরকারী কর্মচারীদের আনা নেয়ার কাজে ব্যবহৃত অনেকগুলো বাস পুড়িয়ে দেয়া হয়। এতে করে ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের অফিসে আসা-যাওয়া মারাত্মকভাবে বিঘিœত হয়। এই ক্ষতি পূরণের জন্যই এই নতুন বাসগুলো কেনা হয়। মন্ত্রীর বাসে চড়ে বাসায় ফেরার বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বাসগুলো উদ্বোধন করে অনেকটা আবেগতাড়িত হয়ে বললেন- অনেক দিন হলো বাসে উঠিনি। আজ আমাকে এ বাসে করে বাসায় পৌঁছে দিন। মন্ত্রীর মহোদয়ের ইচ্ছাতেই একটি বাসে করে বেলা দেড়টার দিকে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়’। এ সময় বাসে মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হকসহ উর্ধতন কর্মকর্তারাও ছিলেন

Please follow and like us:

Check Also

দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য খেলার পাশাপাশি দেশীয় খেলাকেও সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহবান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।