রাজপথে অধিকার আদায়ে সোচ্চার শ্রমিক

রাজপথে অধিকার আদায়ে সোচ্চার শ্রমিক

০১ মে ২০১৭ – ১০:৪৫ ০১ মে ২০১৭

রাজপথে অধিকার আদায়ে সোচ্চার শ্রমিক

অনলাইন ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে শ্রমিকরা সভা-সমাবেশ করছে। এসব সভা থেকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের দাবিতে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছে।

আজ সোমবার সকাল থেকেই রাজধানীর পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর, মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, শাহবাগসহ বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিকরা জোড়ো হতে শুরু করে।

অনেক শ্রমিক বাদ্য-বাজনা নিয়ে এসব সমাবেশে যোগ দেয়। তাদের হাতে লাল পতাকা আর মাথায় লাল ফেট্টি বাঁধা। শ্রমিকরা আট ঘণ্টার কাজের দাবিতে স্লোগান দেয়। এসব সমাবেশে গণসংগীত পরিবেশন করছে শিল্পীরা।

বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি পালনের ১৩১তম বার্ষিকী আজ। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিল। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এ দিনটিকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সরকারি ছুটি থাকে এ দিন। বাংলাদেশেও আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক গড়ব দেশ; এগিয়ে যাবে বাংলাদেশ।’

Please follow and like us:

Check Also

পৃথিবীর যেসব দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রিরও উপরে

জলবায়ু পরিবর্তনের চরম ভয়াবহতার সাক্ষী হতে যাচ্ছে সারাবিশ্ব। প্রতিদিনই একটু একটু করে বৈরি হচ্ছে আবহাওয়া, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।