ফেল করায় ফেনীতে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ফেল করায় ফেনীতে ২ শিক্ষার্থীর আত্মহত্যা
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ০৫ মে ২০১৭,

অ-অ+
এসএসসি পরীক্ষায় ফেল করায় ফেনীর ফুলগাজী ও সোনাগাজীতে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
নিহতরা হল- তাহমিনা আক্তার (১৬) ও জেসি আক্তার (১৬)।
এদের মধ্যে তাহমিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
এ বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে তাহমিনা এসএসসি পরীক্ষা দিয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন সেন্টু সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন ঘরের কাঠের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, বান্ধবী রেশমা পাস করায় সকালে তাহমিনার কাছে মিষ্টি পাঠানো হয়। এতে অভিমানে আত্মহত্যা করে সে।
ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় জেসি আক্তার নামে এক শিক্ষার্থী শুক্রবার সকালে নিজ বাসায় বিষপানে আত্মহত্যা করেছে।
সে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের খোন্দকার বাড়ির ফখর উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানায়, জেসি এবার সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
ফেল করায় সোনাগাজী বাজারের নিজ বাসায় শুক্রবার সকাল ৯টার দিকে বিষপান করে সে। সকাল ১০টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।