শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আ. লীগ : প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট: দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।15
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, একাত্তরে অল্প সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটির কলকারখানাগুলো জাতীয় করণ করে শ্রমিকদের কাজের সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধু।
তিনি আরো বলেন, ‘যারা কৃষক শ্রমিক মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, খেঁটে খাওয়া মানুষ তাঁদের কল্যাণের জন্যই কিন্তু এই স্বাধীনতা। কাজেই আ.লীগ যখনই সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশের রাজনীতি হলো এ দেশের মেহেনতী মানুষের জন্য।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও নিশ্চয়তা প্রদানেও আমরা সব সময় তৎপর। শিল্পাঞ্চল ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।’
শ্রমজীবীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আবারো বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন ও উৎপাদনের সাথে যারা সরাসরি জড়িত যারা শ্রম দিচ্ছে তাদের ভাগ্য পরিবর্তন বা তাদের কর্মস্থানে নিরাপত্তা প্রদান এবং তাদের পরিবার বিপদে আপদে যেনো সহায়তা পায় সেদিকে আমাদের লক্ষ্য।’
সূত্র : সময় টিভি

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।