আজ আবার ‘র‍্যানসমওয়্যারের’ হামলা!

ক্রাইমবার্তা রিপোট:শুক্রবার বিশ্বের অন্তত ১৫০টি দেশের ২ লাখেরও বেশি কম্পিউটার একযোগে সাইবার হামলার শিকার হয়৷ আজ সোমবার ফের আরো বড় ধরনের হামলা হতে পারে বলে সতর্ক করে দিলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা৷ ব্রিটিশ গবেষণা সংস্থা ‘ম্যালওয়্যার টেক’ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “র‍্যানসমওয়্যার আবার ফিরে আসবে, সম্ভবত সোমবার৷” শুক্রবার ওই ভাইরাসের হামলায় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার বহু দেশ নজিরবিহীন সাইবার হানার শিকার হয়৷

 

 

বড় রকমের সমস্যা দেখা দেয় ভারতের অজস্র সিস্টেমেও৷ যদিও সারা বিশ্বকে ২৪ ঘণ্টারও বেশি সময় উদ্বেগে রেখে শনিবার রাতে ওই ম্যালওয়্যারকে আপাতত আটকে দেয়ার জন্য ‘কিল সুইচ’ খুঁজে পান বিশেষজ্ঞরা৷ তবে তাতেই যে শঙ্কা পুরোপুরি মিটছে এমন দাবি করছেন না তারা৷ গোটা বিশ্বকে একসঙ্গে বেঁধে রেখেছে সাইবার কানেকশন৷ তাই সাইবার ‘মহামারী’ দেখা দেওয়ায় গোটা বিশ্বেই বিপদ ছড়িয়ে পড়েছে৷ হানা দিয়েছে এক বিপজ্জনক ম্যালওয়্যার৷ যতক্ষণ না চাহিদামতো অর্থ দেওয়া না হচ্ছে, আক্রান্ত কম্পিউটারে হাত দেওয়া যাচ্ছে না৷ অনেক ক্ষেত্রে ‘ডেটা’, ‘এনক্রিপশন’ নিমেষে উড়িয়ে দেওয়া হচ্ছে৷ বিশেষজ্ঞরাও সমস্যা মেটাতে গিয়ে জেরবার৷ তাই সাইবার দুনিয়ার এই ম্যালওয়্যারকে ‘র‍্যানসমওয়্যার’ নামেই চিহিত করে গোটা বিশ্ব৷

প্রায় একশোটি দেশে ‘র‍্যানসমওয়্যার’ দিয়ে হামলা চালায় এক দল হ্যাকার৷ অকেজো হয়ে যায় কোটি কোটি যন্ত্র৷ বিনিময়ে চাওয়া হচ্ছে বিশাল অঙ্কের অর্থ৷ আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) কিছু ‘সাইবার অস্ত্র’ কয়েকদিন আগে চুরি হয়েছিল৷ তা দিয়েই এই হামলা চালানো হয়৷ অকেজো হয়ে যায় অজস্র কম্পিউটার৷
এনএসএ নজরদারির কাজে যে সফটওয়্যার ব্যবহার করত, তার গলদ খুঁজে বের করেছে হ্যাকাররা৷ গত বছর ওই গলদ ধরা পড়ে৷ চলতি বছরের মার্চে মাইক্রোসফট সমস্যার সমাধান করলেও ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল৷ নিজেদের ‘শ্যাডো ব্রোকার’ বলে পরিচয় দিয়ে একদল হ্যাকার এপ্রিলে সেই সফটওয়্যার অনলাইনে ফাঁস করে দেয়৷ তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

শুক্রবার প্রথমে সুইডেনে এই ম্যালওয়্যার লক্ষ করা যায়৷ কয়েক মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ কেউ বলছে ৭৫ হাজার, কারও মতে এক লাখ সিস্টেম এর ফলে আক্রান্ত হয়েছে৷ অ্যান্টিভাইরাস প্রস্তুতকারী সংস্থা ক্যাসপারস্কাই ল্যাবের নিরাপত্তা বিষয়ক গবেষকরা জানিয়েছেন, অন্তত ৯৯টি দেশ এই হামলার শিকার৷ ভারত, রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক, স্পেনের টেলিকমিউনিকেশন সংস্থা টেলেফ-নিকা, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস, ইউক্রেন, চিন, ইতালি, মিশর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত৷ ব্রিটেনের বহু হাসপাতাল ও ক্লিনিক রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হয়৷ আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি প্রথমসারির গাড়ি প্রস্তুতকারী সংস্থা৷ তিনশো মার্কিন ডলার বা সমমূল্যের ‘ক্রিপটোকারেন্সি’ বিটকয়েন না দিলে কম্পিউটার ‘লক’ হয়ে থাকছে৷
এই বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, “এটা একটা আন্তর্জাতিক হামলার অংশ৷ শুধু ন্যাশনাল হেলথ সার্ভিস নয়, বিশ্বের বহু দেশের নানা সংস্থা র‍্যানসমওয়্যারে আক্রান্ত৷ আমাদের বিশেষজ্ঞরা সমস্যা মেটানোর আপ্রাণ চেষ্টা করছেন৷” জরুরি না হলে রোগীদের হাসপাতালে আসতে নিষেধ করা হচ্ছে৷ জরুরিকালীন অস্ত্রোপচারের জন্য নথিভুক্ত রোগীদের যে সব হাসপাতালে সাইবার হানা হয়নি, সেখানে পাঠানো হচ্ছে৷ তবে রোগীদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে কি না, সে বিষয়ে ব্রিটিশ সরকার নিশ্চিত নয়৷ দেশের সমস্ত সংস্থাকে সফটওয়্যার আধুনিকীকরণ করতে বলেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব অ্যাম্বার রুড৷ সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে অতীতে এভাবেই বিভিন্ন দেশে চরবৃত্তি চালাত আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি৷ স্বাভাবিকভাবেই সাইবার হামলার পর তাদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে৷ এনএসএ-কেই এর জন্য দায়ী করেছন সিআইএ-র সাবেক কর্মী ও সিস্টেম বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নে্াডেন৷ তাঁর দাবি, “বারবার সতর্ক করার পরও তারা এই ধরনের সফটওয়্যার বানিয়েছিল৷ এবার সেই অস্ত্র বুমেরাং হয়ে ফিরে এসেছে৷” আবার অনেক বিশেষজ্ঞই তাদের দায়ী করতে রাজি নন৷ তাদের মত, যথাসময়েই বিষয়টি মাইক্রোসফটকে জানানো হয়েছিল৷ মাইক্রোসফট বলেছে, ওই সংস্থার ফ্রি-অ্যান্টি ভাইরাস ব্যবহার করলে ও উইন্ডোজ আপডেট ‘এনাবেল’ করলে কম্পিউটার সুরক্ষিত থাকবে৷

আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর জানিয়েছে, তথ্য ও কারিগরি সহযোগিতা দিয়ে তারা সমস্ত দেশকে এ বিষয়ে সাহায্য করবে৷ আমেরিকার ভাবনাচিন্তায় গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বহু সাইবার বিশেষজ্ঞ৷ তাদের দাবি, আক্রমণ নয়, সাইবার প্রতিরক্ষায় বেশি জোর দেয়া উচিত ছিল৷ তা না হওয়ায় ইন্টারনেটের নিরাপত্তা কমজোরি হয়ে পড়েছে৷ আক্রমণের ধাক্কা পড়েছে ডি সেভেন শীর্ষ বৈঠকেও৷ অনেকেই মনে করছেন, এটা ‘ওয়েক আপ কল’৷ অবিলম্বে সতর্ক হতে হবে৷ জি সেভেন-ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীরা সাইবার অপরাধ দমন ও নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন৷ বিশেষত বিশ্বব্যাপী ব্যাঙ্কিং ব্যবস্থা, শেয়ার মার্কেটের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা জরুরি বলেও তাদের ধারণা৷

 

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।