ডুয়েটে ‘ডিজিটাল সিগনেচার এন্ড সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার এ যুগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সাইবার যুদ্ধ —- ড. মোহাম্মদ আলাউদ্দিন।

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। আর এ যুগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সাইবার যুদ্ধ। এজন্য সাইবার সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটিসহ তথ্য ও প্রযুক্তি খাতে যাবতীয় সতর্কতা অবলম্বন করা দরকার। ‘ডিজিটাল সিগনেচার এন্ড সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।23

বৃহস্পতিবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ) এবং ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ আয়োজনে ‘ডিজিটাল সিগনেচার এন্ড সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)-এর কন্ট্রোলার (যুগ্ম-সচিব) আবুল মনসুর মোহাম্মদ র্সাফ উদ্দিন।

সেমিনারের প্রথম সেশনে ‘ডিজিটাল সিগনেচার এন্ড পিকেআই’ বিষয়ক আলোচনায় ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম এবং সহযোগী অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

সেমিনারের দ্বিতীয় সেশনে ‘আইসিটি এ্যাক্ট-২০০৬: ক্রাইম এন্ড পানিশম্যান্ট’ বিষয়ক আলোচনায় ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিটি ডিভিশনের কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)-এর ডেপুটি কন্ট্রোলার (উপ-সচিব) আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং সহযোগী অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী।

সেমিনারে বক্তারা সাইবার ক্রাইম রোধে ডিজিটাল সিগনেচারের গুরুত্ব, ব্যবহারবিধি, তথ্য-প্রযুক্তি খাতে সংকট ও সম্ভাবনাসহ আইসিটি এ্যাক্ট-২০০৬ এর অধীনে অপরাধমূলক শাস্তি ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

Please follow and like us:

Check Also

রাজাপুর আল- হেরা জামে মসজিদের কমিটি গঠন

সাদী হাসান, চাম্পাফুল প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা রাজাপুর আল- হেরা জামে মসজিদে নতুন কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।