রাজধানীতে হেফাজতের শুকরিয়া মিছিল রাস্তার মোড়ে কোনো মূর্তি স্থাপন মেনে নেয়া হবে না [ভিডিও]

ক্রাইমবার্তা রিপোট:সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণের ঘটনাকে স্বাগত জানিয়ে রাস্তার পাশে থাকা কোনো মূর্তি বরদাশত করা হবে না জানিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেইটে ভাস্কর্য অপসারণের ঘটনায় শুকরিয়া মিছিলের আয়োজন করা হয়।

মিছিল পরবর্তী সমাবেশ থেকে সারা দেশ থেকে মূর্তি অপসারণের দাবি জানান সংগঠনটির মহানগর আমির নূর হোসেন কাসেমি।

তিনি বলেন, ‘এ দেশের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি না। এ দেশের সংস্কৃতি তৌহিদী জনতার। এখানে মূর্তির সংস্কৃতি চলবে না। তাই সারা দেশে রাস্তার পাশে যত মূর্তি রয়েছে সব সরিয়ে ফেলতে হবে।’

ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের সঙ্গে হেফাজতের সম্পর্ক যখন ভালোর দিকে যাচ্ছিল তখন গ্রিক দেবী প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যার সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছিল। তবে মূর্তি অপসারণের ঘটনায় আমরা খুশি। এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ভাস্কর্য স্থাপনের পক্ষে আন্দোলনকারীদের প্রতি হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা মূর্তি স্থাপন নিয়ে বাড়াবাড়ি করবেন না। শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। নয়তো দাঁত ভাঙা জবাব দেয়া হবে।’

মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠন অংশ নেয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের মহানগর সহ সভাপতি আব্দুর রউফ ইউসুফি, হেফাজত নেতা মাওলানা মজিবুর রহমান হামিদিসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্যটি অপসারণ করা হয়। রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন।

প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোরে সেটি সরিয়ে নেয়া হয়। এ সময়ও সর্বোচ্চ আদালতের ফটকের বাইরে বিক্ষোভ হয়।

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।