ব্যারিস্টার মওদুদের বাড়ি না ছাড়ার ঘোষণা ধৃষ্টতার সামিল : অ্যাটর্নি জেনারেল

ক্রাইমবার্তা রিপোট: আইনী লড়াই চূড়ান্তভাবে শেষ না হওয়া পর্যন্ত গুলশানের বাড়ি না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।
রোববার আপিল বিভাগ কর্তৃক বাড়ি নিয়ে করা রিভিউ খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মওদুদ এ কথা বলেন।
মওদুদ বলেন, আদালত এ কথা বলেননি যে বাড়ি সরকারের। আর সরকারও কোনো শর্ত দেয়নি । তাই বাড়ি ছাড়ার প্রশ্নই উঠে না।
তিনি বলেন, গুলশানের বাড়ি নিয়ে সরকারের সঙ্গে নয়, বাড়ির মালিকের সঙ্গে বোঝাপড়া হবে।16
অপরদিকে, ব্যারিস্টার মওদুদের বাড়ি না ছাড়ার ঘোষণাকে ধৃষ্টতা বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মওদুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত তার রিভিউ ডিসমিস করে দিয়েছে। এরপর একজন রাজনীতিবিদ হয়ে তিনি কীভাবে বাড়িতে থাকবেন? ব্যরিস্টার মওদুদের বাড়ি না ছাড়ার ঘোষণা ধৃষ্টতার সামিল।
উল্লেখ্য, দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।
এরপর ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মঞ্জুরের নামে একটি আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।