সুইডেনে সন্ত্রাসবাদীদের সংখ্যা শত থেকে হাজারে

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সুইডেনে জঙ্গি ও চরমপন্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা পুলিশবাহিনী। সুইডিশ নিউজ এজেন্সি টিটি’কে দেওয়া এক সাক্ষাতকারে সাপো (সুইডিশ সিকিউরিটি সার্ভিস) প্রধান এ্যান্ডারস থোর্নবার্গ বর্তমানে সুইডেন সম্পর্কে এই উদ্বেগ প্রকাশ করেছেন।13
এ্যান্ডারস আরও বলেন, সুইডেনের নাগরিকের মধ্যে জঙ্গিবাদী মতাদর্শ ক্রমশ বেড়েই চলেছে। ক্রমেই যেন জঙ্গিবাদের এই সংখ্যা শত থেকে হাজারে গিয়ে দাঁড়াচ্ছে। এমন ভয়াবহতা এর আগে আর কখনোই দেখা যায় নি। জঙ্গিবাদ ও চরমপন্থিদের দমনে সাপোতে ইনটেলেকচ্যুয়াল টিপস প্রনয়ণ করা হয়। সম্প্রতি এ বছর ৬ হাজার ইনটেলেকচ্যুয়াল টিপস সাপো গ্রহণ করেছে। অথচ ২০১২ সালেও এই সংখ্যা ছিল গড়ে ২ হাজার।
বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর গোপন প্রচারণার কারণেই সুইডেনে জঙ্গিবাদ ব্যাপক আকার ধারণ করেছে। সুইডেনের বেশ কিছু অঞ্চলকে জঙ্গিবাদের আস্থানা বলে চিহ্নিত করেছে সাপো। বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোতে জঙ্গিরা বিশেষ প্রচারণার মাধ্যমে তাদের দল ভারি করছে। সাপোর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ সুইডিশ সিরিয়া ও ইরাকের বিভিন্ন চরমপন্থী অঞ্চলে ভ্রমণ করেছে।
এ্যান্ডারসের মতে বর্তমানে বৃদ্ধি পাওয়া এই সমস্যার মোকাবেলা করা সত্যিই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই জঙ্গি ও চরমপন্থীদের হাত থেকে ভবিষ্যতে সুইডেনকে রক্ষা করাই তাদের একমাত্র লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন বলে তিনি জানান। রাশিয়া টুডে

 

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।