হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই

ক্রাইমবার্তা রিপোট:চলতি বছর হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে। সৌদি আরবের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (জিএসিএ) এ ঘোষণা দিয়েছে।
জিএসিএ কর্তৃপক্ষ বলছে, ১ জিলকদ থেকে হজযাত্রীদের বহনকারী হজ ফ্লাইট আসা শুরু হবে।

সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে বলছে, জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে হজের শেষ ফ্লাইট অবতরণ করবে ২৬ আগস্ট।

গত চার বছরের চেয়ে চলতি বছর হজযাত্রীদের সংখ্যা ২ লাখ ৬০ হাজার বেশি হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কারণ হিসেবে বলা হয়েছে, ২০১৩ সালে আরোপ করা হজ কোটা প্রত্যাহার করে নেয়ার কারণে হজযাত্রীর সংখ্যা বাড়তে পারে। সৌদি সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে ১৮ লাখ ৬২ হাজার ৯০৯ জন হজ সম্পন্ন করেছেন। এর মধ্যে বিশ্বের ১৬৯ দেশ থেকে এসেছেন ১৩ লাখ ২৫ হাজার ৩৭২ জন।

 

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।