নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন করবেন না: প্রধানমন্ত্রী

নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন করবেন না: প্রধানমন্ত্রী
 অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন না করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

সরকার প্রধান বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের সেবা দেয়া সম্ভব না। জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। আপনাদের (এসএসএফ) এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

সরকারের সব কাজ জনগণের কল্যাণের জন্য। জনগণের ইচ্ছা ও নিজেদের দায়িত্ব পালনে সমন্বয় ঘটাতে এসএসএফের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

এসএসএফের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ভিআইপিদের সঙ্গে জনগণের স্বাভাবিক যোগাযোগ রক্ষা করতে হবে। জনগণের সঙ্গে যেন তাদের কোনো দূরত্ব তৈরি না হয়। জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই ভিআইপিদের নিরাপত্তা রক্ষা করতে হবে।

এছাড়াও এসএসএফ সদস্যদের নিয়মানুবর্তীতা, সৎ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন হওয়ারও তাগিদ দেন শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।