ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Iran-20170719112436নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ এনে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ওই বিবৃতিতে সিরীয় সরকার এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের বিষয়েও সমালোচনা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষতিকর কর্মকান্ডে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি নষ্ট হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

হিজবুল্লাহ, হামাস এবং হিজবুল্লাহ, হামাস, ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো দলগুলোকে সমর্থন দিচ্ছে ইরান। এতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।

শুধু তাই নয় ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়েও ইরান সেখানকার সংঘাত বাড়াচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

ইরান তাদের ওপর আনা নতুন এই নিষেধাজ্ঞার প্রতিশোধ নেয়ার অঙ্গিকার করেছে। এক বিবৃতিতে দেশটির পররষ্ট্রি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা এক তরফ এবং অবৈধ।

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।