শ্যামনগরের নকিপুর মাছ বাজার ফরমালিনমুক্ত ঘোষনা#শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু#১৭ নীলডুমুর বিওপি ক্যাম্পের অভিযানে প্রাইভেট কার ভারতীয় মদ, শাড়ী ও থান কাপড় আটক

শ্যামনগরের নকিপুর মাছ বাজার ফরমালিনমুক্ত ঘোষনা37

মোস্তফা কামালঃ শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত নকিপুর মাছ বাজারকে ফরমালিনমুক্ত বাজার হিসেবে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এ সময় ফরমালিনযুক্ত মাছ বিক্রি না করার জন্য সকলের কাছে আহবান জানান। তাছাড়া সঠিক মাপে মাছ বিক্রি করার জন্যও ব্যবসায়ীদের কাছে আহবান করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগর ও বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ শ্যামনগরে মাছ বাজার ফরমালিনমুক্ত ঘোষনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর
সোনার বাংলা গড়ার আহবানে এমপি জগলুল হায়দার36

মোস্তফা কামাল ঃ বাঙালী জাতির পিতা, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকের নির্মম বুলেটে ৭৫ এর ১৫ আগষ্ট নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শিশু রাসেল সহ পরিবারের সকল সদস্যের নির্মম হত্যাযজ্ঞের রক্তাক্ত ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে সেই ইতিহাসের কালো অধ্যায় তুলে ধরে আগামী প্রজন্মকে শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাদের আহবান জানান সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক আসনের) জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি গত ০৬ আগষ্ট সকাল ১০ টার দিকে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীর সহ সকলের উদ্দেশ্যে এ কথা গুলো বলেন। প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে উক্ত শোক সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রেহেনা আরজু, “আমার এমপি” এর এম্বাসেডর রেজওয়ানুল আজাদ নিপুন, সাংবাদিকবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশনঃ নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোক দিবসের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম পি জগলুল হায়দার।

১৭ নীলডুমুর বিওপি ক্যাম্পের অভিযানে
প্রাইভেট কার ভারতীয় মদ, শাড়ী ও থান কাপড় আটক35

মোস্তফা কামালঃ গত রবিবার দুপুর ১ টার সময় নীলডুমুর ১৭ বিজিবি’র খানজিয়া বিওপি কমান্ডার সিরাজুল ইসলাম এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নলতা চৌ-রাস্তা মোড় এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে (ঢাকা-মেট্্েরা ক-০৩৭৯৩৯) তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকারের শাড়ী, থান কাপড়, প্রাইভেট কার সহ আব্দুর রহমান (২৫) আটক করে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের আনছার আলীর ছেলে। আটককৃত মালামাল হল-ভারতীয় শাড়ী ১৩০ পিস, থান কাপড় ৪৬৭ মিটার। প্রাইভেট কার সহ মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষ ৮৬ হাজার ৪ শত টাকা। অপরদিকে সকাল ৫ টায় বিজিবি’র শাখরা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর বারিক খান এর নেতৃত্বে দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় পিনকন মদ আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।