ভোটারবিহীন সংসদের কাউন্টডাউন শুরু হয়েছে                         — ডা.মাজহার

গাজীপুর সংবাদদাতাঃবিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, আমাদের পূর্বপুরুষগণ দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের চেতনায় শহীদ জিয়ার আদর্শ ধারন করেছিলেন। তাঁদের স্বপ্নলালিত গণতন্ত্র আজ বিনাভোটের সংসদে অবরুদ্ধ। দেশের সকল ক্রান্তিকালে বিএনপি এবং শহীদ জিয়ার পরিবার দেশবাসীর পাশে দাঁড়িয়েছে। আজও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের অসীম অনুপ্রেরণায় গণতন্ত্রের চুড়ান্ত আন্দোলন চলছে। অচিরেই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা পরাজিত হবে। ইতোমধ্যে ভোটারবিহীন সংসদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
গাজীপুর জেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়ায় তদানীন্তন মহকুমা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম ডা.কমরদ্দিন এর কবর জিয়ারত শেষে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে ডা.মাজহার বলেন আরো বলেন, আটত্রিশ বছর আগে গাজীপুরের চান্দনা হাইস্কুল মাঠে মরহুম ডা.কমর উদ্দিনের সভাপতিত্বে শহীদ জিয়া গাজীপুর নামে মহকুমা ঘোষনা দিয়েছিলেন। সেটাই বর্তমানে গাজীপুর জেলা। সেদিনের গাজীপুর নামকরণ ঐতিহাসিকভাবে গাজীপুরবাসীর জন্য শহীদ জিয়ার অবদান। যাঁরা গাজীপুরে শহীদ জিয়ার গণমুখী রাজনীতির প্রথম কান্ডারী হিসেবে আমাদের পথ দেখিয়েছেন- বিএনপির সেই নেতাদের কাছে আমাদের অনেক ঋৃণ।বর্তমানেও জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলনের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচনের দুর্বার আন্দোলনে অতীতের মত গাজীপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে ঐক্যবদ্ধ।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজাবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান,শ্রীপুর থানা বিএনপি সহসভাপতি কুতুব উদ্দিন, গাজীপুর পৌর বিএনপির উপদেষ্টা আব্দুর রহীম,পৌর বিএনপি সহসভাপতি, আজিম উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা ভিপি আশরাফ হোসেন টুলু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, পেশাজীবী নেতা অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আসাদু্জ্জামান সোহেল, সদর থানা জিয়া পরিষদ সভাপতি মাফিকুর রহমান সেলিম,বিএনপি নেতা ইজ্জত আলী প্রমুখ।

###
মোঃ রেজাউল বারী বাবুল

Check Also

হাফিজের কাছ থেকে রাজনীতিতে উৎসাহ না পেয়ে চলে যান সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির বিষয়ে উৎসাহিত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।