রায়ে সংসদ অকার্যকর বললে সেটি আইন হয়ে যায় : খায়রুল হক

ঢাকা: আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংসদ ও গণতন্ত্র নিয়ে মন্তব্য করার ক্ষমতা বিচার বিভাগের নেই। রায়ের মধ্যে সংসদ অকার্যকর বলা হলে সেটি আইন হয়ে যায়।

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এমন্তব্য করেন।

এর আগে ষোড়শ সংবিধানের বাতিলের রায় প্রকাশিত হওয়ার পর তার কড়া সমালোচনা করেন খায়রুল হক। ওই সময় তিনি ‘জনগণের নয়, বিচারকদের প্রজাতন্ত্রে বাস করছি’ – বলেও মন্তব্য করেছিলেন।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।