আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত

ঢাকা: আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে হাইকোর্ট এ আদেশ দেন।

এর আগে, আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ জামান রিট দায়ের করেন।

উল্লেখ্য, ৭ আগস্ট সোমবার তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর দুই বছরের জন্য আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ওই দিনই কাজে যোগ দেন।

Please follow and like us:

Check Also

বিএফইউজ ও ডিইউজের যৌথ আয়োজনে ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।