চতুর্দিকে ষড়যন্ত্র চলছে: ঢাবি ভিসি

ঢাকা: চতুর্দিকে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার সন্ধ্যায় কালো দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি বলেন, চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, অন্যায়-অপকর্ম করার জন্য এদেশের মীর জাফর, খন্দকার মুস্তাকরা আগস্ট মাসকেই বেছে নেয়। চলতি আগস্ট মাসেও এর ব্যতিক্রম হয়নি। আগস্ট মাসে আমরা শোকে মুহ্যমান থাকি ও আতঙ্কিত হই। নৃশংস সকল হত্যাকাণ্ডের মদতদাতাসহ মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশে ষড়যন্ত্র চলতেই থাকবে। সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. সদরুল আমিন প্রমুখ উপস্থিতি ছিলেন।

Check Also

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে: স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।