পারুলিয়ার ঐতিহ্যবাহী সাগরসাহ দীঘিতে মৎস্য শিকার প্রতিযোগীতার শুরু: প্রথম পুরস্কার গর” এবং ২য় পুরস্কার ছাগল ঘোষণা#১৭ বিজিবি’র কর্তৃক বিপুল পরিমাণ বিদেশী মদ ও অন্যান্য দ্রব্যাদি আটক

পারুলিয়ার ঐতিহ্যবাহী সাগরসাহ দীঘিতে মৎস্য শিকার প্রতিযোগীতার শুরু:
প্রথম পুরস্কার গর” এবং ২য় পুরস্কার ছাগল ঘোষণা

মীর খায়রুল আলম, সাতক্ষীরা:
সাতক্ষীরার পারুলিয়ায় ঐতিহ্যবাহী সাগরসাহ দীঘিতে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা শুরু হয়েছে। গতশুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মৎস্য শিকার প্রতিযোগিতা। এসময় দীঘির ৩৪টি মাচায় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় শতাধিক সৌখিন মৎস্য শিকারী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শুর”র প্রথম দিকে তেমন বড় আকারের কোন মাছ না পেয়ে শিকারীরা সাময়িক হতাশ হলেও দুপুর গড়াতেই বড়শিতে ১২-১৪ কেজি ওজনের মাছ ধরা পড়ে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে চলে মাছ ধরার প্রতিযোগীতা। সৌখিন মাছ শিকারী আমেরিকা প্রবাসী রতন কাজী(৭৯) জানান, মাছ ধরার তার একটি শখ। অবসর সময়ে তিনি মাছ ধরে সময় কাটান। শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি ৫০ কেজির মত বিভিন্ন প্রকার মাছ শিকার করেছেন বলে জানান। অপর সৌখিন মাছ শিকারী দেবহাটার অনার”ল হক বলেন, শুক্রবার কাজ না থাকায় এবং আনন্দ উপভোগ করার জন্য মাছ ধরতে এসেছেন তিনি। সৌখিন মাছ শিকারী আবু তৈয়ব খান জানান, সকাল থেকে অনেক আনন্দের সাথে মাছ ধরেছেন তিনি। সারাদিনে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ কেজির বেশি মাছ শিকার করেছেন তৈয়ব খান। প্রতিযোগীতার আয়োজক গাজী শহীদুল্ল্যাহ জানান, উদ্বোধনীয় প্রতিযোগীতায় প্রতিটি মাচার টিকিটের মূল্য ৪ হাজার টাকা এবং প্রত্যোকে ৩টি করে হুইল ছিপে মাছ ধরতে পারবে। তবে উদ্বোধনীয় প্রতিযোতায় অংগ্রহন কম থাকলেও আগামীতে বাড়বে। তাছাড়া ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী বুধবার প্রতিযোগীতায় প্রথম পুরস্কার হিসাবে একটি গর” এবং ২য় পুরস্কার একটি ছাগল প্রদান করা হবে বলে জানান আয়োজক গাজী শহীদুল্লাহ।

১৭ বিজিবি’র কর্তৃক বিপুল পরিমাণ বিদেশী মদ ও অন্যান্য দ্রব্যাদি আটক
সাতক্ষীরা প্রতিনিধি: 6 5২৮ আগস্ট ২০১৭ তারিখ ভোরে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর শাখরা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারিক খাঁন-এর নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ডেটখালী মাঠ এলাকায় এফআইজি সদস্য হাবিঃ মোঃ হার”ন ও বিআইপি সদস্য ল্যান্স নায়েক মোঃ ফার”ক হোসেন এর তথ্যের ভিত্তিতে মাকদবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল বিদেশী মদ (পাঞ্চ মদ ৮০ বোতল, মূল্য-১,২০,০০০/- এবং পিনকন মদ ৫ বোতল, মূল্য-৭,৫০০/-)আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আসামীবিহীন আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-১,২৭,৫০০/-(এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত)টাকা। এছাড়াও অপর চোরাচালান বিরোধী অভিযানে আজ ২৮ আগস্ট ২০১৭ তারিখ সকাল ০৯৩০ ঘটিকায় কালীগঞ্জ বিওপির কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলী আশরাফ ভূঁইয়া-এর নেতৃত্বে কালীগঞ্জ বাস টার্মিনালে বেসামরিক ও এফআইজি সদস্য(নায়েক নেচার) এর তথ্যের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে কপি চা ৮০ কেজি-৮০,০০০/-টাকা; গঙজওঘএঅ খওঞঊ ১২০ পিস-২,৫৯,২০০/-টাকা ও অঝঞঅঝঐওঘঊ বিভিন্ন সাইজের ৪৬ বোতল-১,২০,০৮০/-টাকাসহ সর্বমোট-৪,৫১,২৮০/-(চার লক্ষ একান্ন হাজার দুইশত আশি)টাকার মালামাল আটক করতে সক্ষম হয়। উল্লিখিত দু’টি অভিযানে সর্বমোট-৫,৭৮,৭০০/-(পাঁচ লক্ষ আটাত্তর হাজার সাতশত) টাকার মাদকদ্রব্যসহ ও অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আসামীবিহীন আটককৃত মাদকদ্রব্যসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রেখে পরবর্তীতে যৌথ পর্ষদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ধ্বংস করা হবে এবং শুল্ক মালামালসমূহ নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

 

Check Also

শ্যামনগরের উপকূলে  প্রতিবন্ধীদের মাঝে  ফুড প্যাক বিতরণ

গাজী বায়েজিদ হোসেন:পদ্মপুকুর ইউনিয়ন প্রতিনিধ। শ্যামনগরের পদ্মপুকুর ও গাবুরা এবং কয়রার দক্ষিণ বেদকাশী উপকূলীয় এলাকায়  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।